হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় জুয়ার আসর থেকে আটক ১২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় জুয়ার আসর থেকে ১২ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

আজ বুধবার ভোরে উপজেলার লেংগুরা ইউনিয়নের সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামের একটি বাড়ি থেকে জুয়ার আসর থেকে তাঁদের আটক করা হয়। আটকের পর থানায় মামলা দিয়ে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- লেংগুরা ইউনিয়নের মাজহারুল ইসলাম (২৪), নাছির উদ্দীন (৪৯), মো. রহিছ উদ্দিন (৩৯), মো. তাজুর ইসলাম (৪৯), মো. মানিক মিয়া (২৫), মো. তাইজ উদ্দিন (৪৭), মো. কামাল উদ্দিন ভূঁইয়া (৫৩), আ. রশিদ (৪৩), মো. শহিদ মিয়া (৩৮), নাজমুল হক (২৬), সাজ্জাদ হোসেন (৪৩) ও মো. রাহাত উল্লাহ (২০)।

এদিন অপর এক অভিযানে তিন বোতল ভারতীয় মদসহ আরও দুজনকে আটক করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া অপর এক অভিযানে তিন বোতল ভারতীয় মদসহ আরও দুজনকে আটক করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার