ময়মনসিংহের ভালুকায় অগ্নিদগ্ধ হয়ে সহোদর তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস জানায়, শিশু তিনটি ঘুমাচ্ছিল। বাইরে ঘরে তালা দিয়ে তাদের বাবা সুমন বাজারে গিয়েছিলেন। মা পোশাককর্মী। তিনি তখনো কাজ থেকে ফেরেননি।
নিহতরা হলো— সুমনের বড় মেয়ে খাদিজা (৫), ছেলে রায়হান (৩) ও ছোট মেয়ে রাদিয়া (২)।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুল মোমিন জানান, গার্মেন্টস কর্মী মা কাজ থেকে ফেরেননি। বাবা তিন শিশুকে ঘরে রেখে বাইরে তালা দিয়ে বাজার করতে গিয়েছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে বিস্ফোরণ ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ভালুকা থানার ওসি কামাল হোসেন জানান, পাশে রুবেলের ঘরেই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সেই আগুন ছড়িয়ে পড়ে সুমন মিয়ার টিন শেড ঘরে। শিশু তিনটি ঘরের মধ্যেই পুড়ে মারা যায়।