হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাইরে থেকে বন্ধ ঘরে পুড়ে মরল ৩ সহোদর শিশু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় অগ্নিদগ্ধ হয়ে সহোদর তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস জানায়, শিশু তিনটি ঘুমাচ্ছিল। বাইরে ঘরে তালা দিয়ে তাদের বাবা সুমন বাজারে গিয়েছিলেন। মা পোশাককর্মী। তিনি তখনো কাজ থেকে ফেরেননি।

নিহতরা হলো—   সুমনের বড় মেয়ে খাদিজা (৫), ছেলে রায়হান (৩) ও ছোট মেয়ে রাদিয়া (২)।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুল মোমিন জানান, গার্মেন্টস কর্মী মা কাজ থেকে ফেরেননি। বাবা তিন শিশুকে ঘরে রেখে বাইরে তালা দিয়ে বাজার করতে গিয়েছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে বিস্ফোরণ ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। ঘরের ভেতর থেকে অগ্নিদগ্ধ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুল মোমিন জানান, হবিরবাড়ি এলাকায় রুবেলের বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন সুমন মিয়া। তাঁর বাড়ি নেত্রকোনার কলমাকান্দায়। 

ভালুকা থানার ওসি কামাল হোসেন জানান, পাশে রুবেলের ঘরেই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সেই আগুন ছড়িয়ে পড়ে সুমন মিয়ার টিন শেড ঘরে। শিশু তিনটি ঘরের মধ্যেই পুড়ে মারা যায়।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩