হোম > সারা দেশ > নেত্রকোণা

বিরিয়ানি বিতরণ করে ভোট চাইলেন চেয়ারম্যান প্রার্থী

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

আসন্ন পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন সামনে রেখে নেত্রকোনার মদনের ৮ নম্বর ফতেপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী হায়দার বিরুদ্ধে বিরিয়ানি বিতরণ করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে । গতকাল মঙ্গলবার রাতে ফতেপুর দেওয়ান পাড়া এলাকায় শতাধিক ভোটারকে আকৃষ্ট করতে বিরিয়ানির প্যাকেট বিতরণ করেন তিনি।

আলী হায়দার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলেন, এবার নির্বাচনে প্রার্থীরা ভোটের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। এরই অংশ হিসেবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী হায়দার বিরিয়ানির প্যাকেট বিতরণ করছেন। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে কোনো ব্যবস্থা নিতে দেখা পড়েনি।

প্রচারণার নামে বিরিয়ানির প্যাকেট বিতরণের ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আলী হায়দারের কাছে জানতে চাইলে ব্যস্ততা দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।  

এ প্রসঙ্গে মদন উপজেলার কৃষি কর্মকর্তা ও ফতেপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা আহসান হাবীব বলেন, ‘প্রচারণার নামে বিরিয়ানির প্যাকেট বিতরণের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল বলেন, প্রচারণার নামে খাদ্যসামগ্রী বিতরণ করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক