হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীতে দেয়ালধসে বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো পরিত্যক্ত দেয়ালধসে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুর্গাবাড়ি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম লক্ষ্মী রানী বসাক (৭০)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষ্মীর স্বজন অপু ও দীপু বসাক দুর্গাবাড়ি রোডে তাঁদের সাত শতক জায়গায় বহুতল ভবন নির্মাণ করার জন্য সম্প্রতি ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি করেন। সেখানে ১১ তলা পুষ্পাঞ্জলি টাওয়ার নির্মাণের জন্য বালু-পাথর সংরক্ষণ করা হচ্ছিল। পাশে দীর্ঘদিনের পুরোনো একটি পরিত্যক্ত দেয়াল ছিল। সেটি শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ধসে রাস্তার পাশে বসে থাকা বৃদ্ধার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জমির মালিক অপু বলেন, ‘হঠাৎ পরিত্যক্ত দেয়াল ধসে আমাদের চাচি মারা গেছেন। এটি একটি দুর্ঘটনা। বিষয়টি শুনে হাসপাতালে গিয়েছি। তাঁদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক