হোম > সারা দেশ > নেত্রকোণা

বাড়ি ফিরে বাবা দেখলেন তাঁর দেড় বছরের শিশুটি পুকুরে ভাসছে

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে আয়াত হোসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাতকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের পলাশ মিয়া ও তানিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান ছিল আয়াত। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

শিশু আয়াত হোসেনের চাচা মো. শাহাবুদ্দীন বলেন, ‘আজ বিকেলে আমার অসুস্থ ছেলে ৫ বছর বয়সী ফাহাদের সঙ্গে একই বিছানায় খেলা করছিল আয়াত। ওই সময় তার বাবা পলাশ মোটরসাইকেল নিয়ে বাড়িতে প্রবেশ করলে অন্যান্য দিনের মতো ছেলের কোনো সাড়া–শব্দ পায়নি। তখন তিনি তাঁর ছেলেকে খোঁজাখুঁজি করেন।’ 

তিনি আরও বলেন, খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন পলাশ। তাঁর চিৎকারে বাড়ির লোকজন এসে আয়াতকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটি কিভাবে পুকুর পর্যন্ত গেল তা কেউ বলতে পারছে না। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার