ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে একরাতে অভিযান চালিয়ে ৪৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শনিবার রাতে জেলার বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত তিন, গ্রেপ্তারি পরোয়ানায় ১৬, নিয়মিত মামলায় ২৩ এবং পুলিশ আইনের মামলায় পাঁচজনসহ ৪৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছে।