হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে চেয়ারম্যান ও সদস্য পদে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইলে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন গত ৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। গতকাল রোববার মনোনয়নপত্র চূড়ান্ত বাছাইকালে চারজন চেয়ারম্যান প্রার্থী ও একজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। 

নান্দাইল নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ১১ টি ইউপিতে ১১ জন চেয়ারম্যান পদের বিপরীতে ৭৩ জন, সাধারণ সদস্য পদে ৯৯ পদের বিপরীতে ৪২২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৩৩ পদের বিপরীতে ১৪২ জন মনোনয়ন জমা দিয়েছেন। 

দলীয় মনোনয়ন পত্রে ঝামেলার কারণে চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে এমদাদুল হক ভূঁইয়া (নৌকা) ও রাজগাতী ইউনিয়নের শাহাদাৎ হোসেন টুটন (নৌকা), ঋণখেলাপি হওয়ার কারণে মোয়াজ্জেমপুর ইউনিয়নের আবু বকর ছিদ্দিক (স্বতন্ত্র), আচারগাঁও ইউনিয়নের জাহাঙ্গীর আলমের (স্বতন্ত্র) এবং খারুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে কামরুল হাসানের বয়স কম হওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

নান্দাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, যাচাই বাছাই করে ৪ জন চেয়ারম্যান ও ১ জন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ৩ দিনের মধ্যে সকল প্রার্থীর জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর আপিল করার সুযোগ রয়েছে। 

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা