হোম > সারা দেশ > নেত্রকোণা

আমগাছের ডালে ঝুলছিল তরুণের মরদেহ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক তরুণের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার সিধলী ইউনিয়নের কাকুরিয়া মাছিম গ্রামে আমগাছের ডাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম কাকুরিয়া মাছিম গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি কৃষিশ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালামের জন্মগতভাবেই কিছুটা মানসিক সমস্যা ছিল। বনিবনা না হওয়ায় সম্প্রতি স্ত্রী তাঁকে তালাক দেন। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে মায়ের সঙ্গে ঘুমিয়ে যান।

আজ বুধবার ভোরে মা আনোয়ারা বেগমের ঘুম ভেঙে গেলে তাঁর ছেলেকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে নিজ বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত আবুল কালমাকে দেখতে পান।

পরে সিধলী পুলিশ তদন্তকেন্দ্রে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সিধলী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ