ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে জোড়া খুনের দুই আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতেরা হলেন মজিবুর রহমান (৫০), কালা মিয়া ওরফে চাবাইন্যা ওরফে আবুল কালাম (৬২), মো. কবির হোসেন (৪০), মো. ইয়াহিয়া (৪২), মো. হাফিজুর রহমান হারুন (২৫), মো. শহিদুল ইসলাম (২৫), মোবারক হোসেন (২৬), মো. সুমন মিয়া।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, জোড়া খুনের দুই আসামির একজন মাদক মামলায়, জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানায় পাঁচজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।