হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে ফারুক মিয়া (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে ট্রেনটি গৌরীপুর জংশনের ক্রস ওভার পয়েন্টে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক মিয়া উপজেলার বোকাইনগর ইউনিয়নের বীরপুর গ্রামের আজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ শহরে একটি বেকারিতে কাজ করতেন। 

স্থানীয়রা জানান, গতকাল রাতে ফারুক কাজ শেষে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে গৌরীপুরে ফিরছিলেন। ট্রেনটি গৌরীপুর জংশনের ক্রস ওভার পয়েন্টে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের পরিবার ও রেলওয়ে পুলিশ জানান, ফারুক মিয়া ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেনটি গৌরীপুর জংশনে প্রবেশের সময় ক্রস ওভার পয়েন্টের কাছে এলে হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

গৌরীপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) সুরঞ্জণ তালুকদার জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার পর রাতেই ওই শ্রমিকের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার