হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

হালুয়াঘাট প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা এলাকায় এক ব্যবসায়ীর সহযোগীকে পথরোধ করে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে হালুয়াঘাট থানা-পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাকু উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান। 

আটক ব্যক্তিরা হলেন উপজেলার গাতি গ্রামের মো. ইলিয়াছ (২৭), রফিকুল ইসলাম (২৬), শাকুয়াই গ্রামের মো. ফাহিম (২০), শাকুয়াই চরপাড়া গ্রামের মো. রিপন মিয়া (২৫), শাকুয়াই-বালিযোগী গ্রামের মো. আরাফাত হোসেন আকাশ (২৪)। 

আজ বুধবার থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নাগলা বাজারের ব্যবসায়ী মোস্তাফা কামাল জ্যাঠাতো ভাই মেজবাহুলকে ব্যবসার ১২ লাখ টাকা ধারাবাজারে রূপালী ব্যাংকের শাখায় জমা দিতে পাঠান। মেজবাহুল ধারাবাজার যাওয়ার পথে ছয়-সাতজনের একটি দল মিজবাহুলকে পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। 

এ ঘটনায় মোস্তফা কামাল থানায় অভিযোগ দায়ের করেন। এরপর হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় ডাকাতি করা ৫ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান জানান, আটক ব্যক্তিদের আজ বুধবার জেলহাজতে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা