হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাঁদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন হলেন উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি মাহবুব আলম জয়। অন্যদের মধ্যে রয়েছেন যুবলীগ কর্মী নজরুল ইসলাম (৩৫), ছাত্রলীগ কর্মী পাভেল মিয়া, রিয়াদ সরকার (৩২), ইহসান উল হক জয় (২০) ও শাকিল আহম্মেদ (৩০)।

আজ বুধবার নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ওই সাতজন ও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামিকে করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা যোগসাজশে সরকারবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিপন্ন করে রাষ্ট্রের ক্ষতিসাধন ও অস্থিতিশীল করার পরিকল্পনা করেন।

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনার সময় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ