শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে শ্যালক ও দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে গণপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
মৃত ব্যক্তিরা হলেন আদমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে খোকা মিয়া (৪০) ও হাবিল উদ্দিনের ছেলে তাফাজ্জল হোসেন (৫০)। তাফাজ্জল হোসেন খোকা মিয়ার চাচাতো বোনের জামাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে খোকা মিয়া তাঁর নির্মাণাধীন বাড়ির দেয়ালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। পানি দেওয়া শেষে মোটরটির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিনি বিদ্যুতায়িত হন। ওই সময় বাড়ির পাশ থেকে তার চাচাতো ভগ্নিপতি তাফাজ্জল হোসেন খোকা মিয়াকে সাহায্য করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া আজকের পত্রিকাকে বলেন, ওই ঘটনার বিষয়ে নকলা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন জানান, খোকা মিয়া ও তাফাজ্জল হোসেনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।