হোম > সারা দেশ > ময়মনসিংহ

নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের চার দিন পর মোহাম্মদ আলী (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার বড়হিত ইউনিয়নের নিজ-পুবাইল গ্রামে লাশ উদ্ধারের ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহম্মেদ। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

মোহাম্মদ আলীর বাড়ি বড়হিত ইউনিয়নের চর পুম্বাইল গ্রামে। তিনি ওই এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মোহাম্মদ আলী কৃষিকাজ করতেন। চার দিন আগে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন তিনি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির করেও তাঁর সন্ধান পাননি। এই অবস্থায় নিজ-পুবাইল গ্রামের মো. আবুল হাসেমের পুকুরে আজ সকালে তাঁর লাশ ভেসে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। 

মোহাম্মদ আলীর বড় ভাই সিদ্দিক মিয়া বলেন, ‘আমার ভাই ব্রেন টিউমারে ও মৃগীরোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় মৃগীরোগের কারণে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।’

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার