হোম > সারা দেশ > নেত্রকোণা

কবি রাধাপদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে কবি রাধাপদ রায়ের ওপর হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দুর্গাপুর সাহিত্য সমাজ। আজ বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন কবি লোকান্ত শাওন, দুর্গাপুর সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক জীবন নন্দী, পথ পাঠাগারের পাঠাগার সম্পাদক অন্তর হাজং, জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোহন মিয়া প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘এমন নির্বিবাদী, বয়োজ্যেষ্ঠ মানুষটির ওপর গত শনিবার সকালে বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে মো. রফিকুল ইসলাম ও কদুর আলী। এ ধরনের হামলা আমাদের বাঙালি সংস্কৃতির ওপর হামলা। পুলিশ ইতিমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। অনতিবিলম্বে ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু