হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুর্ঘটনা রোধে যানবাহনের হেড লাইটে রঙের প্রলেপ

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের হেড লাইটের ওপরের অংশে কালো রঙ দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ।

উপজেলা পরিষদ সভাকক্ষে লাইসেন্সবিহীন গাড়ি চালকদের আইনগত সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া চালকদের ব্যাটারিচালিত অটোরিকশার হেড লাইটের ওপরের অংশে কালো রঙ দিয়ে দেওয়া হয়।

উপজেলা পরিচালন ও উন্নয়ন (ইউচিডিপি) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের দুই শিফটে ৭০ জন চালক অংশ নেন। এতে অর্থায়ন করে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সি (জাইকা)।

পরে চালকদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ইউএনও মো. ফারুক আল মাসুদ। এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, বিআরটিএ শেরপুরের মোটরযান পরিদর্শক আবু পলাশ, মোটরযান সহকারী পরিদর্শক ফজলুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, রাতে সড়কে যানবাহন চালানোর সময় হেড লাইটের আলো ওপরে ওঠানো থাকায় তা বিপরীত দিক থেকে আসা যানবাহনের চালকদের চোখে লাগে। আর এতে অনেক দুর্ঘটনা ঘটে। এ ছাড়া চালকদের অসতর্কতা, অসচেতনতা, বেপরোয়া বা অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালনা দুর্ঘটনার অন্যতম কারণ। তাই দুর্ঘটনা রোধে সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ