হোম > সারা দেশ > নেত্রকোণা

গরু চুরি করে পালানোর সময় পুলিশের কাছে ধরা 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় এক কৃষকের দুটি গরু চুরি করে ট্রাকে তুলে পালাচ্ছিলেন এক ব্যক্তি। বিষয়টি সন্দেহ হলে ওই ট্রাকটি থামায় পুলিশ। পরে ওই ব্যক্তি সদুত্তর দিতে না পারায় বিষয়টি ধরা পড়ে।

আজ বুধবার ভোরে সদর উপজেলার ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয়। পরে মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪৫)। তিনি জামালপুর জেলা সদরের ছনকান্দা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, জেলা সদরের মুগরাটিয়া গ্রামের এক কৃষকের গোয়াল থেকে রাতে দুটি গরু চুরি করে ট্রাকে করে ময়মনসিংহের দিকে নিয়ে যাচ্ছিলেন দেলোয়ার। আজ বুধবার ভোরে ঝাউসি এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ ট্রাকটি থামায়। পরে জিজ্ঞাসাবাদে দেলোয়ার গরুগুলো কোথায় থেকে নিয়ে এসেছেন এ বিষয়ে সঠিক কোনো জবাব দিতে পারেননি।

পরে গরুবোঝাই ট্রাকটিসহ দেলায়ারকে আটক থানায় নিয়ে যায় পুলিশ। খোঁজ খবর নিয়ে গরুর প্রকৃত মালিক মুগরাটিয়া গ্রামের আব্দুল গফুর বলে জানতে পারে পুলিশ।

পরে আব্দুল গফুর বাদী হয়ে দেলোয়ারের বিরুদ্ধে থানায় গরু চুরির মামলা দায়ের করেন। দুটি গরুর আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন আব্দুল গফুর।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম বলেন, গরুর মালিকের করা মামলায় দেলোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা