হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে বিদ্রোহী তিন চেয়ারম্যান প্রার্থীসহ ছয়জনকে বহিষ্কারের সুপারিশ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

গৌরীপুর রামগোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিদ্রোহী তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জনকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার সুপারিশের চিঠি জেলা নেতৃবৃন্দ কেন্দ্রে পাঠিয়েছেন। এর আগে গতকাল সোমবার জেলা আওয়ামী লীগ বহিষ্কারের সুপারিশের চিঠি ইউনিয়ন আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের কমিটির কাছে পাঠানো হয়। 

বহিষ্কারের সুপারিশপ্রাপ্তরা হলেন-পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল-আমিন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক ভূঁইয়া, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শাহ সৈয়দ আশরাফুল আলম, রামগোপালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান নয়ন, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. সাহাব উদ্দিন এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম। 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ থেকে ৬ জনকে বহিষ্কারের সুপারিশের চিঠি পাওয়ার পর আমরা সেটা জেলায় প্রেরণ করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য জেলা নেতৃবৃন্দ সেই চিঠি কেন্দ্রে পাঠিয়ে দেন। 

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন