হোম > সারা দেশ > নেত্রকোণা

নারী সাংবাদিক নিহত: প্রধান অভিযুক্ত গাজীপুর থেকে গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় চোরাকারবারির মোটরসাইকেলের ধাক্কায় নারী সাংবাদিক নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. জাবির মিয়া ওরফে জাভেদকে (৩৫) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গাজীপুর জেলার শ্রীপুরের সালনা থেকে জাভেদকে গ্রেপ্তার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। 

এর আগে গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকায় চোরাকারবারির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন ফটো সাংবাদিক মোছা. সাহারা (৩৫)। তিনি একটি পত্রিকার ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। 

এ সময় অপর সাংবাদিক ফেরদৌসী আক্তার (৪২) ও তাদের মোটরসাইকেল চালক জনি খান (২২) আহত হন। ফেরদৌসী একই পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। 

গ্রেপ্তার জাভেদের বাড়ি নেত্রকোনা সদরের নাড়িয়াপাড়া গ্রামে। 

পুলিশ জানায়, নারী সাংবাদিক নিহতের ঘটনায় গতকাল বুধবার রাতে সড়ক পরিবহন আইনে মামলা হয়। ওই নারী সাংবাদিকের মেয়ে তানজিলা আক্তার মীম বাদী হয়ে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত জাভেদের অবস্থান গাজীপুর জেলার শ্রীপুরের সালনায় শনাক্ত করা হয়। পরে মডেল থানার এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাভেদকে কিছুক্ষণ পর আদালতে পাঠানো হবে। তদন্ত করে দেখা হচ্ছে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না।

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার