নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় পথচারী হাজেরা খাতুন (৫০) নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঝানজাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাজেরা উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মজিবুর রহমানের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে গ্রামের বাড়ি থেকে অটোতে নিজ বাসায় ফিরছিলেন হাজেরা খাতুন। বাসার সামনে এসে অটো থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দ্রুত গতির একটি বালুবাহী ট্রাক তাঁকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করে স্থানীয়রা। পরে স্থানীয়রা সড়কে অবস্থান নিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ট্রাকচাপায় একজন নারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা সড়কে অবস্থান নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান।