ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে রেললাইনে উঠে পড়া ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ময়মনসিংহ-ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার বেলা দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পিছনে রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ট্রেনে ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকাজ এখনো চলছে। ময়মনসিংহ থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।