হোম > সারা দেশ > নেত্রকোণা

জুয়ার টাকা জোগাড়ে নিজেকে অপহরণের নাটক সাজান তিনি

নেত্রকোনা প্রতিনিধি

তুষার মিয়া। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহর থেকে গতকাল শুক্রবার রাতে তুষার মিয়া (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। পরে জানা যায়, জুয়ায় হেরেছেন তুষার। এখন পরিবারের কাছ থেকে টাকা জোগাড় করতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছেন তিনি। আজ শনিবার নেত্রকোনার আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তুষারের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। তিনি উপজেলার খিলা গ্রামের হাদিস মিয়ার ছেলে। তুষারের বাবা হাদিস মিয়া জানান, ১০ মে সকালে বাড়ি থেকে বের হন তুষার। পরে রাতে ফোনে ভিডিও কলে জানান, তাঁকে অপহরণ করা হয়েছে আর মারধর করা হচ্ছে। দ্রুত ৫০ হাজার টাকা না পাঠালে অপহরণকারীরা তাঁকে মেরে ফেলবে। এ সময় ভিডিও কলে শুধু তাঁর পা দেখা যাচ্ছিল, আর মারধরের মতো শব্দ শোনা যাচ্ছিল। হাদিস মিয়া বলেন, ‘আমি গরিব মানুষ। এত টাকা কোথায় পাব এ নিয়ে চিন্তিত হয়ে পড়ি। পরে রাতেই আটপাড়া থানা-পুলিশকে বিষয়টি জানাই। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে পুলিশ গতকাল শুক্রবার (১৬ মে) ময়মনসিংহ থেকে তুষারকে উদ্ধার করে। পরে জানতে পারি, তুষার জুয়ায় টাকা হেরে নিজেই নিজেকে অপহরণের নাটক সাজায়।’ তিনি আরও বলেন, ‘আমার ছেলে যে জুয়ায় আসক্ত, সেটা জানতাম না। এখন বিষয়টা জানতে পারলাম।’

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘বিষয়টি জানার পর তুষারকে উদ্ধারে কাজ শুরু করি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকার একটি হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। তুষারের মোবাইল ফোনে বিভিন্ন জুয়ার সাইটে লগইন করা পাওয়া গেছে।’ জিজ্ঞাসাবাদে তুষার স্বীকার করেছেন, অনলাইনে জুয়া খেলে টাকা হারিয়েছেন। অপহরণের নাটক সাজিয়ে সেই টাকা পরিবারের কাছ থেকে নিতে চেয়েছিলেন তুষার। পরে রাতেই তাঁকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস