হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা, বাবা-ছেলে নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

তারাকান্দায় দুর্ঘটনায় পড়া বাসটি। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মসজিদে ধাক্কা দিলে বাবা-ছেলে নিহত হন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার তালদিঘি এলাকায় এক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহত মো. পারভেজ মিয়া (৪০) ও তার ছেলে মো. হাসান মিয়া (৮) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় গ্রামের বাসিন্দা। হালুয়াঘাটে নানাশ্বশুরের বাড়িতে ঈদ করতে পরিবার নিয়ে যাচ্ছিলেন পারভেজ। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে হালুয়াঘাটে যাচ্ছিল তিশা পরিবহনের বাসটি। বাসে হালুয়াঘাটে নানাশ্বশুর বাড়িতে ঈদ উদ্‌যাপন করতে যাচ্ছিলেন পারভেজ, তাঁর স্ত্রী-সন্তান ও শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু আজ সকাল ৭টার দিকে তারাকান্দা উপজেলার পশ্চিম তালদীঘি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফকিরবাড়ী মসজিদে ঢুকে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে বাবা-ছেলে নিহত হয়। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ঘটনাস্থলেই নিহত হয় এবং স্ত্রীসহ পরিবারের অন্য সদস্য ও যাত্রীরা আহত হয়েছে। মরদেহ দুটি থানায় নিয়ে আসা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ