হোম > সারা দেশ > নেত্রকোণা

অটোরিকশা থেকে নামতেই মোটরসাইকেলের ধাক্কা, মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলে ধাক্কায় মো. রাজীব মিয়া (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার কলমাকান্দা-পাঁচগাও সড়কের নল্লাপাড়া নামস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

রাজীব মিয়া উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে মো. বকুল মিয়ার ছেলে। সে স্থানীয় সতেরহাতি এলাকার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্থানীয় মাদ্রাসা থেকে অটোরিকশায় করে বাড়ির ফিরছিল ওই শিক্ষার্থী। পরে নল্লাপাড়া নামস্থানে মিলন মিয়ার দোকানের সামনে আসলে অটোরিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী মোটরসাইকেল রাজিব মিয়াকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজিব মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার