ময়মনসিংহের ভালুকায় গোবর ফেলার গর্তে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম জুনায়েদ। আজ শনিবার বিকেলে ৫টার দিকে ভালুকা উপজেলার কাঁঠালী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঁঠালীর গ্রামের মিজানুর রহমানের ছেলে জুনায়েদ (২) সবার অজান্তে বাড়ির পাশে গোবর ফেলার গর্তে কোনো এক সময় পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে। একপর্যায়ে বাড়ির পাশে ওই স্থানে গিয়ে গর্তে থেকে শিশু জুনায়েদের মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার এসআই (উপপরিদর্শক) চন্দন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।