ময়মনসিংহের গফরগাঁওয়ে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ পাঁচ নেতা-কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান খাইরুল, বাবুল মিয়া ওরফে আলমগীর, রতন মিয়া ওরফে রেজাউল, আবদুল মতিন, মোজাম্মেল হক।
আজ শনিবার সন্ধ্যায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানিয়েছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক ঝুঁটন কুমার বর্মণ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে রসুলপুর ইউনিয়নের আমলীতলা বাজারে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দুটি পক্ষ মুখোমুখি অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে দুই পক্ষের সংঘর্ষ এড়াতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।’
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আগ থেকেই থানায় বিস্ফোরক মামলা রয়েছে। ওই মামলায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।