সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষা বাড়ি উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে ইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে কর্তৃপক্ষ কারখানাটির উৎপাদন বন্ধ দেয়।
জানা গেছে, ত্রুটি মেরামত করে দ্রুত কারখানাটি উৎপাদনে যেতে না পারলে বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা দেখা দেবে। ফলে কৃষকের কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
কারখানাটির জেনারেল ম্যানেজার (প্রশাসন) মঈনুল হক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কারখানার কোন যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে তা এখনো নির্ধারণ করা যায়নি। তবে শিগগিরই উৎপাদনে যাওয়া যাবে বলে তিনি জানান।