হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে লরি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে যুবক নিহত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে লরি ও দুই মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে শাহ আলম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক তোফাজ্জল (৪৫) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। 

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ত্রিনালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম একই ইউনিয়নের ফারংপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে।  

স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের ফারংপাড়া থেকে বালুভর্তি লরি ও তোফাজ্জল তাঁর মোটরসাইকেল নিয়েও দুর্গাপুরের দিকে আসছিলেন। একই রাস্তা দিয়ে দুর্গাপুর থেকে মোটরসাইকেল চালিয়ে ফারংপাড়ায় আসছিল শাহ আলম। পথে ত্রিনালী এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল বেপরোয়া গতির লরির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। 

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নেয়। সেখানকার চিকিৎসক গুরুতর আহত শাহ আলমকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। সকাল ১০টার দিকে মমেক হাসপাতালে শাহ আলমের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই স্থানীয়রা ফারংপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বালুবাহী গাড়ি চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, লরিটি জব্দ করে চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড