হোম > সারা দেশ > ময়মনসিংহ

সুপারিগাছ নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

প্রতিনিধি, ময়মনসিংহ সদর

ময়মনসিংহের সদর উপজেলায় সুপারিগাছ নিয়ে দ্বন্দ্বে শহিদুল্লাহ মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জিজ্ঞাসাবাদের জন্য নাছিমা বেগম নামের একজনকে আটক করেছে পুলিশ। 

শহিদুল্লাহ মিয়া সদর উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়ার চর লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রামের জাকারিয়ার ছেলে। সে এসএসসি পরীক্ষার্থী ছিল।

এর আগে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়ার লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রামে সুপারিগাছ নিয়ে মারামারির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার দিন একটি মরা সুপারিগাছ কাটাকে কেন্দ্র করে শহিদুল্লাহকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন ফজলুল হক, আলাল উদ্দিনসহ তাঁর ভাইয়েরা। শহিদুল্লাহর ডাকে স্বজনেরা এগিয়ে এলে ফজলুল হক, আলাল উদ্দিনরা চলে যান।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহিদুল্লাহকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শহিদুল্লাহ মারা যায়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকাদার বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাছিমা নামের এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার