হোম > সারা দেশ > ময়মনসিংহ

সুপারিগাছ নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কিশোরের

প্রতিনিধি, ময়মনসিংহ সদর

ময়মনসিংহের সদর উপজেলায় সুপারিগাছ নিয়ে দ্বন্দ্বে শহিদুল্লাহ মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জিজ্ঞাসাবাদের জন্য নাছিমা বেগম নামের একজনকে আটক করেছে পুলিশ। 

শহিদুল্লাহ মিয়া সদর উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়ার চর লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রামের জাকারিয়ার ছেলে। সে এসএসসি পরীক্ষার্থী ছিল।

এর আগে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়ার লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রামে সুপারিগাছ নিয়ে মারামারির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার দিন একটি মরা সুপারিগাছ কাটাকে কেন্দ্র করে শহিদুল্লাহকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন ফজলুল হক, আলাল উদ্দিনসহ তাঁর ভাইয়েরা। শহিদুল্লাহর ডাকে স্বজনেরা এগিয়ে এলে ফজলুল হক, আলাল উদ্দিনরা চলে যান।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহিদুল্লাহকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শহিদুল্লাহ মারা যায়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকাদার বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাছিমা নামের এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা