হোম > সারা দেশ > ময়মনসিংহ

অসহায়দের মাঝে নির্ভয় ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

প্রতিনিধি

ময়মনসিংহ: অসহায় পীড়িতদের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় ফাউন্ডেশন। নিজেদের নিরাপত্তায় সচেতন থেকে স্বেচ্ছাসেবীরা বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

নির্ভয় ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে সংগঠনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাহমুদ কামাল কৌশিক বলেন, ময়মনসিংহের ত্রিশাল, টাঙ্গাইলের ধনবাড়ি, জামালপুরের মেলান্দহ, নেত্রকোনার সদর ও কুমিল্লার লাকসামে দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। প্রাথমিকভাবে ১০০ পরিবারের মাঝে বিতরণের লক্ষ্য থাকলেও সকলের সহযোগিতায় আরও ৫০ এর বেশি পরিবারে ইফতারের সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইফতার সামগ্রীর মধ্যে ছিল- ১ কেজি মুড়ি, ছোলা, পিঁয়াজ, আলু, ৫০০ গ্রাম খেজুর, চিনি ও আধা লিটার সয়াবিন তেল। পরিমাণ কম হলেও সাধ্যমতো চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, নির্ভয় ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি), ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলায় বর্তমানে সংগঠনটির ৪টি শাখা রয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি শিশু শিক্ষা, অসহায়দের স্বাবলম্বীকরণ, বিনামূল্যে রক্তদান ও গ্রুপ নির্ণয়, উন্মুক্ত পাঠাগার, পরিবেশ বিষয়ে কাজ করছে সংগঠনটি।

এরই মধ্যে দেশের ৩৮টি বিশ্ববিদ্যালয় ও কলেজে সংগঠনটির প্রতিনিধি রয়েছে।

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ