হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত, বাড়িঘরে অগ্নিসংযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে দুই পক্ষের সংঘর্ষে সাহেব আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের খলতবাড়ী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে রাতে তাঁর মৃত্যু হয়।

নিহত সাহেব আলী ওই গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন বর্গাচাষি।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁরা হলেন রাজিব (২২), এবাদুর (২৩) ও সাহেদ আলী (৩৫)। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে সাহেব আলীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন গতকাল শনিবার গভীর রাতে অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এতে পাঁচ-ছয়টি বাড়িঘর পুড়ে গেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার খলতবাড়ী গ্রামের সাহেব আলী ও বাবুলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার বিকেলে জমির পাশে মাটি ফেলাকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বাবুলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাহেব আলীর লোকজনের ওপর হামলা চালায়। তাতে সাহেব আলী, রাজিব, এবাদুর ও সাহেদ আলী গুরুতর আহত হন।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সাহেব আলীর মৃত্যু হয়।

নিহত সাহেব আলীর ভাতিজা আলম বলেন, ‘জমির পাশে মাটি ফেলাকে কেন্দ্র করে শনিবার বিকেলে তাঁর চাচা সাহেব আলী ও বাবুলের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে বাবুল, সারোয়ার হোসেন, হাবিবুর রহমান, পারভেজ, হুমায়ুন কবির, শিমুল, শাকিলসহ অনেকে রামদা, কিরিচ, রড, দা, কুড়াল নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’

ঘটনার পর থেকে পলাতক থাকায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এখনো পুলিশ অবস্থান করছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ