হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘ঘুষ লেনদেন’ করা সেই অফিস সহায়ক–নায়েবকে বদলি

মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজিবপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি খারিজ করতে ‘ঘুষ লেনদেন’ করা সেই অফিস সহায়ক এবং অভিযুক্ত নায়েবকে বদলি করা হয়েছে। আজ সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

অভিযুক্ত নায়েব মো. সানোয়ার হোসেনকে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক আহাম্মদকে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বদলি করা হয়।

মাহবুবুর রহমান জানান, অফিস সহায়ক আহাম্মদের টাকা লেনদেনের একটি ভিডিও প্রকাশ পায়। প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা মিললে তাৎক্ষণিক তাঁকে শোকজ করা হয়। পরে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠালে অফিস সহায়ক আহাম্মদকে বদলির আদেশ দেন।

অপরদিকে নায়েব মো. সানোয়ার হোসেনের বিরুদ্ধে গত ২৩ নভেম্বর স্থানীয় ১২৬ জন ভুক্তভোগী লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নায়েবের কাছে তাঁর লিখিত বক্তব্য চাওয়া হয়। পরে নায়েবের লিখিত বক্তব্যসহ ভুক্তভোগীদের অভিযোগের কপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠালে নায়েবকেও বদলির আদেশ দেন। 

এ ছাড়া ২৭ নভেম্বর নায়েব এবং অভিযোগকারীদের শুনানির তারিখ নির্ধারিত হলে অর্ধশত ভুক্তভোগী এতে উপস্থিত হন এবং নায়েবের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। পরে নায়েবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফের প্রতিবেদন পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নামজারি খারিজের সরকারি ফি ১ হাজার ১০০ টাকা। কিন্তু অভিযোগ ওঠে ওই খারিজ সম্পন্ন করতে রাজিবপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. সানোয়ার হোসেনকে ঘুষ দিতে হয় ৮ হাজার থেকে ৩০ হাজার টাকারও বেশি। তবে সেই টাকা নায়েব নিজের হাতে না নিয়ে কৌশলে তাঁর অফিস সহায়ক আহাম্মদ এবং তাঁর প্রতিবেশী এক ভাতিজা হিরকের মাধ্যমে লেনদেন করতেন। সম্প্রতি খারিজের জন্য অফিস সহায়কের ঘুষের টাকা লেনদেনের একটি ভিডিও প্রকাশ পায়।

এ বিষয়ে গত ২৩ নভেম্বর ‘নায়েবের ‘ঘুষ লেনদেন’ করেন অফিস সহায়ক ও তাঁর ভাতিজা’—শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশিত হলে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল