হোম > সারা দেশ > জামালপুর

সংগঠন থেকে ছাত্রলীগ নেতার অব্যাহতির আবেদন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহবুবুল আলম বাবু নামে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা সংগঠন থেকে অব্যাহতির আবেদন করেছেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

গতকাল শনিবার রাতে মাহবুবুল আলম বাবু তাঁর ফেসবুক আইডিতে অব্যাহতির আবেদনপত্র পোস্ট করেন। 

গাইবান্ধা ইউনিয়ন লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর লিখিত ওই অব্যাহতিপত্রে মাহবুবুল আলম বাবু উল্লেখ করেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গাইবান্ধা ইউনিয়ন শাখার কমিটির সহসভাপতি পদে থেকেই আমি স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’ 

অব্যাহতিপত্রের শেষাংশে তিনি লিখেছেন, ‘ভালো থাকুক প্রাণের সংগঠন ছাত্রলীগ। ভালো থাকুক আমার পরম আত্মীয় বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের সকল সদস্য।’ 

কী কারণে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট না হলেও ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম বাবুর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হুমকিতে ভয় পাওয়ার লোক আমি না। আমি বাড়িতে না থাকায় হুমকি দিয়ে যাচ্ছেন। আমিসহ আমার ভাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমার বড় ভাইয়ের চাকরি খাওয়ার হুমকি দিয়েছেন। এসপি, ওসি নাকি তাঁর নির্দেশের অপেক্ষায় আছেন। তিনি বললেই নাকি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। কিছু করেন আমার সঙ্গে সমস্যা নেই, তাহলে বিষয়টা জনতার কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। ভুলে যাবেন না প্রথমবার যখন ক্ষমতায় ছিলেন তখনো চেয়ারম্যান মহোদয়কে পুঁজি করে ঠিক এমন কর্মকাণ্ডই চালিয়ে ছিলেন। যখন ক্ষমতা হাতছাড়া হয়ে গেল তখন কিন্তু সপরিবারের মাদারটেক যেতে হয়েছিল আপনার। আল্লাহ চাইলে সেই দিন আসতে বেশি সময় লাগবে না। তাই এখনো সময় আছে লোভ পরিহার করে দুস্থদের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাদের সঠিক পথ দেখাক।’ 

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন বলেন, ‘মাহবুবুল আলম বাবুর অব্যাহতির আবেদন পেয়েছি। অব্যাহতির বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৈঠকে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন