হোম > সারা দেশ > শেরপুর

ভুট্টা খেতে পড়ে ছিল অর্ধগলিত দুটি কাটা পা

শেরপুর প্রতিনিধি

শেরপুরে রাস্তার পাশের ভুট্টা খেত থেকে মানুষের অর্ধগলিত দুটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নামাশেরিরচর এলাকায় শেরপুর–জামালপুর সড়কের পাশের ভুট্টা খেত থেকে পা দুটি উদ্ধার করা হয়।

আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে কাটা পা পাওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের দুটি বস্তাও উদ্ধার করে। তবে দেহের বাকি অংশের খোঁজ এখনো পাওয়া যায়নি। পা দুটি পুরুষ নাকি নারীর সেটি শনাক্ত করা যায়নি। 

পুলিশের ধারণা, কয়েক দিন আগে কাটা পা দুটি বস্তায় ভরে কেউ এখানে ফেলে যেতে পারে। বিচ্ছিন্ন পা দুটিতে পচন ধরেছে। শরীরের আরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোথাও পাওয়া যায় কী না, সে জন্য আশপাশের এলাকায় অনুসন্ধান কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও অনুসন্ধান কাজ করছেন। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার