হোম > সারা দেশ > জামালপুর

বাঁশঝাড় থেকে মেয়ের মরদেহ উদ্ধার, মা নিখোঁজ

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার নান্দিনা রানাগাছা এলাকায় বাঁশঝাড় থেকে কাজলী আক্তার ময়না (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ওই নারীর সঙ্গে থাকা মা মর্জিনা বেগম (৫৫) এখনো নিখোঁজ রয়েছেন। আজ রোববার সকালে উপজেলার রানাগাছা এলাকার বাঁশঝাড়ে কাজলী আক্তারের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

নিহত কাজলী নান্দিনা নয়াপাড়া বাদাম বাড়ি গ্রামের মোস্তফা কামালের মেয়ে। জামালপুর সদর থানার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। পরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ময়নার বাবা মোস্তফা কামাল হাসপাতালের মর্গে তাঁর মেয়েকে শনাক্ত করে। 

নিহত ময়নার বোন জোসনা (৫২) বেগম জানান, তার বোন কাজলী আক্তার ময়নার বাঁশচড়া গ্রামের কিঠেরটেকি গ্রামের আলম নামের এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। গত বছর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকায় চাকরির জন্য বাঁশচড়া আওয়ামী লীগের নেতা নিপুণের সঙ্গে কথা হয়। পরে নিপুণ তাঁকে বাঁশচড়া জামিরা উচ্চ বিদ্যালয়ে চাকরি নিয়ে দেবেন বলে জানান। এ কারণে ৫ লাখ টাকার মধ্যে ৪ লাখ টাকাও দেওয়া হয় ওই নেতাকে। গতকাল শনিবার বিকেলে কাজলী তাঁর মা জোসনা বেগমসহ দই, মিষ্টি পিঠা নিয়ে নিপুণের বাড়ি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে রাতে আর বাড়ি ফেরেননি তারা। আজ রোববার সকালে রানাগাছা এলাকার বাঁশঝাড়ে এক নারীর লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ময়নার মরদেহ উদ্ধার করে। 

নিহত ময়নার বাবা মোস্তফা কামাল জানান, তাঁর মেয়ের মরদেহ পাওয়া গেলেও এখনো নিখোঁজ রয়েছেন তাঁর স্ত্রী জোসনা বেগম। 

এ দিকে এ বিষয়ে জানতে বাঁশচড়া গ্রামের আওয়ামী লীগ নেতা নিপুণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘এলাকাবাসীর কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ মর্জিনা বেগমকে উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসব।’ 

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব