হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার অভিযোগে স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ আসনের গৌরীপুরের ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কেন্দ্রে ভোট হবে। 

গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এই আসনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫টি। ব্যবধান কম হওয়ায় বন্ধ হওয়া কেন্দ্রে আবার ভোট গ্রহণ করা হবে।

সিইসি বলেন, ময়মনসিংহ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। 

এদিকে ভোট পুনর্গণনা, অবৈধ ফলাফল বাতিল ও পুনরায় ভোট গ্রহণের দাবিতে ৮ জানুয়ারি সিইসিকে চিঠি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। তাঁর অভিযোগ, ময়মনসিংহ-৩ আসনে ২০ থেকে ২৫টি কেন্দ্রে অনিয়ম হয়েছে। অভিযোগের সঙ্গে তিনি ভিডিও ফুটেজ, ছবি ও জব্দ করা ব্যালট পেপার জমা দিয়েছেন। তবে তাঁর এসব অভিযোগ কমিশন আমলে নেয়নি বলে জানা গেছে। 

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু