ময়মনসিংহের হালুয়াঘাটে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার হালুয়াঘাট থানায় এ ঘটনায় ওই নারী মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে সাতজনকে। রাতে অভিযান চালিয়ে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
তাঁরা হলেন উপজেলার নলুয়া এলাকার নাজমুল হক (৩৫) এবং দক্ষিণ ঘোষবেড় এলাকার মো. আবু সাঈদ (৫০)।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, স্থানীয় হৃদয় নামে এক যুবক মেয়েটিকে প্রতিনিয়ত কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় আক্রোশের জেরে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন কিছু লোক। তারা এর সঠিক বিচার চায়।