হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সব শ্রেণিপেশার মানুষের ঢল 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে সকল শ্রেণিপেশার মানুষের ঢল নেমেছে। এতে মিছিলের নগরীতে পরিণত হয় ময়মনসিংহের অলিগলি। আজ শনিবার (৩ আগস্ট) দুপুর ২টায় নগরীর টাউন হল মোড় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর নতুন বাজার, গাঙ্গিনাপাড়, দুর্গাবাড়ী, কাচারি সড়ক হয়ে ফের টাউন হলে গিয়ে শেষ হয়। 

এর আগে, বেলা ১১টা থেকে টাউন হল মোড়ে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিলের জন‍্য শিক্ষার্থীরা জড়ো হয়। 

এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, নাট্যজন, চিকিৎসক, শ্রমিকনেতা, বেসরকারি শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেন। 

এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল হক, আব্দুল্লাহ আল নাকিব প্রমুখ। 

বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে সমন্বয়কেরা বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষার্থীদের সঙ্গে এই আন্দোলনে সব শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেছে। আমরা তাঁদের অভিবাদন জানাই এবং আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকার আহ্বান জানাই।’ 

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে নগরীতে যানবাহন চলাচল ছিল অতি নগণ্য। নগরীর অভ্যন্তর বেশির ভাগ সড়ক ছিল বন্ধ। সীমিত আকারে খোলা রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। 

অপরদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলাকালে নগরীর কোনো সড়কেই পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি দেখা যায়নি। সর্বত্রই ছিল সুনসান নীরবতা।

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু