হোম > সারা দেশ > শেরপুর

পুকুর থেকে নিখোঁজ কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে বস্তাবন্দী অবস্থায় পুকুর থেকে মিম (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মিম ওই গ্রামের মমিন মিয়ার মেয়ে ও বাকাকুড়া আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ ও মিমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার মিম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। পরে রোববার দুপুরে গ্রামের আবু সাইদ মিয়ার বাড়ির সামনের পুকুরে বস্তাবন্দী অবস্থায় একটি মরদেহ ভেসে উঠতে দেখে থানা-পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে বিকেল তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ দিকে খবর পেয়ে মিমের পরিবারের লোকজন মরদেহ দেখে তাকে শনাক্ত করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন। 

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘মিমকে শ্বাসরোধ করে হত্যা করার নমুনা পাওয়া গেছে।’ 

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার