হোম > সারা দেশ > ময়মনসিংহ

‘তরতাজা পোলাডারে পুলিশ গুলি কইরা মাইরালছে, বিচার চাইলে ডর করে’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

‘কী বলবাম, কথা কইতে গেলেও ভয় করত। কথা কইতেও সাহস পাইছি না। পুলিশ এত নিষ্ঠুর, আমার তরতাজা পোলাডারে গুলি কইরা মাইরালছে। খালি কান্দি আর আল্লাহর কাছে হাত তুইল্লা কই, আল্লাহ আমার পোলাডারে মাফ কইরা দিও। এহন তো দেশ স্বাধীন অইছে। তাই মুখ খুইল্যা কথাগুলা কইতে পারছি।’

কথাগুলো কোটা সংস্কার আন্দোলনে নিহত মুদিদোকানের কর্মচারী জোবায়ের মিয়ার (১৫) বাবা আজিজুল ইসলাম কুসুমের।

গত ২০ জুলাই পুলিশের গুলিতে নিহত হয় জোবায়ের মিয়া। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ গ্রামের ইসলাম কুসুম ও নাছিমা আক্তারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছর ঢাকার যাত্রাবাড়ীর শনির আখড়ায় জোবায়ের মিয়া একটি মুদিদোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করে। গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় যাত্রাবাড়ী ব্রিজের নিচ দিয়ে জোবায়ের মিয়া দোকান থেকে মালিকের বাসায় যাচ্ছিল। এ সময় পুলিশের ছোড়া বেশ কয়েকটি গুলি জোবায়ের মিয়ার বুকে লাগে। তাতে সে সড়কে লুটিয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে পাশের একটি মসজিদের বারান্দায় রেখে চলে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

পরে পরিবারের লোকজন জোবায়ের মিয়ার লাশ শনাক্ত করে। ময়নাতদন্ত ছাড়াই লাশ নান্দাইলের চামারুল্লাহ গ্রামে দাফন করা হয়। যে সময় জোবায়ের মিয়া পুলিশের গুলিতে নিহত হয় তখন ভয়ে পরিবারের লোকজন কাউকে জানাননি।

নিহত জোবায়ের মিয়ার মা নাছিমা আক্তার বলেন, ‘আমি নিজের হাতে গোসল করাইছি। দেখছি আমার পুতের বুকটা গুলিতে ঝাঁজরা কইরালছে। ভয়ে এত দিন কেউ খবর নিছে না। আমার ছেলে মরার বিচার চাইলে তো ডর করে। মুখ বন্ধ করে রাখছি। বোকার তো শত্রু নাই।’

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩