হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইমাম নিয়োগ নিয়ে মারামারি, আহত আনসার সদস্যের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁওয়ে তারাবি নামাজের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের মারামারিতে গুরুতর আহত আনসার সদস্য জলিল মিয়া বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১৮ মার্চ জুমার নামাজের পর মশাখালী ইউনিয়নের মধ্যপাড়ায় বায়তুল ফালাহ জামে মসজিদে মারামারির ঘটনায় জলিল মিয়া গুরুতর আহত হন।

জলিল মিয়ার মৃত্যুতে তাঁর বড় ভাই আজিজুল হক বাদী হয়ে পাগলা থানায় একটি মামলা দায়ের করেছেন। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ১৮ মার্চ জুমার নামাজ শেষে রমজানে তারাবির নামাজের ইমাম নিয়োগ নিয়ে মসজিদ কমিটির লোকজন ও মুসল্লিদের আলোচনা হয়। একপর্যায়ে দুই পক্ষ তর্কে জড়িয়ে পড়েন। পরে হাতাহাতি শুরু হলে আব্দুল আউয়ালসহ তাঁর চার ছেলে ফারুক, মিশুম, মানিক, মাসুমসহ রাজ্জাক ও সুমন মিলে দেশীয় অস্ত্র নিয়ে জলিল মিয়ার ওপর হামলা চালায়। হামলায় জলিল গুরুতর আহত হন। এ সময় উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহতের বড় ভাই আজিজুল হক বলেন, ‘বিনা কারণে আউয়াল ও তাঁর ছেলেরা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুনের ঘটনায় আটক ২

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত