পাঁচ দিন পর সারা দেশের সঙ্গে মোহনগঞ্জে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হয় বলে নিশ্চিত করেছেন বারহাট্টা রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানী।
বারহাট্টা রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম রব্বানী বলেন, গত ১৮ জুন সকালে বন্যার তীব্র পানির চাপে বারহাট্টা উপজেলার অতিতপুর রেলস্টেশন-সংলগ্ন রেললাইনের ৩৪ নম্বর রেলসেতু ভেঙে যায়। এতে ঢাকা-মোহনগঞ্জ রেলযোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। তবে মোহনগঞ্জের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ থাকলেও বারহাট্টা থেকে স্বাভাবিক ছিল।
পরে বন্যার পানি কমতে শুরু করায় ঢাকা রেলওয়ে প্রকৌশল বিভাগ রেলব্রিজটি দ্রুত মেরামত করে। গতকাল বুধবার বিকেলে মেরামতকাজ শেষ হলে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।
স্টেশন মাস্টার আরও বলেন, আজ সকালে ২৬২ নম্বর লোকাল ট্রেনের যাত্রার মধ্য দিয়ে মোহনগঞ্জ থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।