হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাবার বয়স ৪৫ আর মেয়ের বয়স ৫০ বছর

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

‘আমারে দেইখ্যা কী মনে অয় আমার বয়স ৪৫ বছর? আমার বয়ষ ৭০ ছুই ছুই। আর আমার মাইয়াডার বয়সই ৫০ বছর। আর আমারে আইডি কার্ডে দিয়া রাখছে ৪৫ বছর। বয়স কমের লাইগ্যা কোনো সরকারি সুবিদা পাইনা। কার্ডের বয়স অনুযায়ী আমার মাইয়া আমার চাইয়া ৫ বছরের বড়। এ আইডি কার্ড দিয়ে কোনো কাজ করবার পাইনা, পরিষদে গেছি বয়স কমের লাইগা বয়স্ক ভাতার কার্ড অইনা। বয়স ঠিক করবার লাইগা বিভিন্ন দপ্তরের দ্বারে দ্বারে ঘুরে আমি এখন নিরুপায়।’ 

জাতীয় পরিচয়পত্রে বয়সের গরমিলে ভোগান্তিতে পড়ে আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের নিজধারা গ্রামের বাসিন্দা মো. আব্দুল জলিল। 

আব্দুল জলিলের পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র ঘেটে জানা গেছে, আব্দুল জলিলের জাতীয় পরিচয়পত্রে তাঁর জন্মসাল দেখানো হয়েছে ১৯৭৭ সালের ২ এপ্রিল। অথচ ১৯৭২ সালের ২ ফেব্রয়ারিতে তাঁর বড় মেয়ে মলোদা খাতুনের জন্ম। এ হিসাবে দেখা যায় বাবার পাঁচ বছর আগে মেয়ের জন্ম হয়েছে। বাবা ও মেয়ের বয়সের পার্থক্য রয়েছে ৫ বছরের। 

দুই মাস আগে উপজেলায় বয়স্ক ভাতার অনলাইন সার্ভিস চালু হয়। সে সময় আব্দুল জলিল নিজের নাম এন্ট্রি করতে গেলে বয়স কমের বিষয়টি ধরা পড়ে। 

আব্দুল জলিল জানান, বয়সের হেরফেরে বিপাকে পড়েছেন তিনি। সংশোধন করতে গিয়ে নানা কাগজপত্র জমা দেওয়া দিয়েও সংশোধন হয়নি। এজন্য সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় কোনো ভাতার কার্ড করতে পারেননি। 

তাঁর মেয়ে মলোদা খাতুন বলেন, ‘আমার বাবার বয়স আইডি কার্ডে কম দেওয়ার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাবার বয়সী যারা তাঁরা সবাই সরকারি ভাতা পাচ্ছেন, আমার বাবা তা পাচ্ছেন না। সংশোধন করলে বিরাট উপকার হবে।’ 

এ ব্যাপারে জানতে চাইলে ধারা ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ জানান, জলিলের জাতীয় পরিচয়পত্রে বয়সের ভুল বিষয়য়ে তিনি অবগত রয়েছেন। বয়স জটিলতায় তাঁর বয়স্ক ভাতার কার্ড করে দেওয়া সম্ভব হচ্ছে না। সংশোধনের বিষয়টি সময় সাপেক্ষ হওয়ায় কিছু করা যাচ্ছে না। 

এ ব্যাপারে হালুয়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাজিবুল করিম জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। সংশোধনের আবেদন করলে অবশ্যই সংশোধন করে দেওয়া হবে।

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার