হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে গরুর এক লাথিতে যুবকের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে গরুর লাথিতে মো. সুমন মিয়া (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোয়াজ্জেমপুর গ্রামে। মো. সুমন মিয়া ওই গ্রামের আব্দুল আলীর ছেলে। সে বাড়ির পাশে মনিহারি দোকান ও গরুর ব্যবসা করতেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মো. সুমন মিয়া গরু গোসল করিয়ে গোয়াল ঘরে রাখতে যান। গোয়াল ঘরে গরু বেঁধে রেখে বের হওয়ার সময় গরু মো. সুমন মিয়ার কপালে লাথি মারে। এতে সুমন মিয়া গোয়াল ঘরের সামনে মাটিতে লুটিয়ে পড়েন। ছেলেকে পড়ে থাকতে দেখে মা আনোয়ারা খাতুন দৌড়ে গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। স্থানীয়দের সহযোগিতায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

সুমন মিয়ার মা আনোয়ারা খাতুন বলেন, ‘দেখছি ছেলেটা গরু গোসল করিয়ে গোয়াল ঘরে নিয়ে গেছে। একটু পরেই দেখি সুমন বাহিরে পড়ে আছে। দৌড়ে গিয়ে জানি গরু তার কপালে লাথি মারছে। ছেলেটা শুধু আমার কাছে একটু পানি চাইছে।’ 

মোয়াজ্জেমপুর গ্রামের ইউপি সদস্য আবুল কালাম বলেন, দুপুরের দিকে গরুর লাথিতে সুমন মিয়া মারা গেছে। তার কপালে গরুর লাথির দাগ রয়েছে। সে মনিহারি দোকান ও গরুর ব্যবসার করতো।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা