হোম > সারা দেশ > নেত্রকোণা

মাইনাসের ষড়যন্ত্র এখনো চলমান আছে: বাবর

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী বাবর। ছবি: আজকের পত্রিকা

কারামুক্ত বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, মাইনাসের ষড়যন্ত্র এখনো চলমান আছে। সেই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মী ও দেশের মানুষকে আহ্বান জানান।

আজ রোববার নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বলেন, দ্রুত নির্বাচন দেন। কারণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বাবর আরও বলেন, ‘আমার জানামতে, দেশ ও জনগণের বিরুদ্ধে কোনো অন্যায় করিনি। তবুও আমাকে সাড়ে ১৭ বছর কারাবরণ করতে হয়েছে। অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তবে আল্লাহর রহমতে আমি এসব অন্যায় থেকে মুক্তি পেয়েছি।’

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমার নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন। এই দেশের হাল ধরবেন। আমরা তাঁকে অভ্যর্থনা জানাব।’

নিজ জেলা নেত্রকোনাবাসীর উদ্দেশে বাবর বলেন, ‘আমি আগেও আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। ভবিষ্যতে সুযোগ হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশা আল্লাহ।’

জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফা জেসমিন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, নুরুজ্জামান নূরু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ। সঞ্চালনা করেন সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী।

পরে লুৎফুজ্জামান বাবর সদর উপজেলার মদনপুর ইউনিয়নে হজরত শাহ সুলতান কমরুদ্দিন রুমী (র.)-এর মাজার জিয়ারত করেন। রাতে তিনি মদন উপজেলার নিজ গ্রাম বাড়িবাদেরায় রাত্রিযাপন করবেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ