হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় স্ত্রীকে ভিডিও কলে রেখে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে মোবাইল ফোনের ইমো অ্যাপে ভিডিও কলে রেখে জান্নাতুল নাঈম (৪৫) নামের এক রেস্তোরাঁ ব্যবসায়ী আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে নিজের রেস্তোরাঁ থেকে আড়ার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই রাতেই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর চৌরাস্তা আমেনা বেগম রান্নাঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। 
 
রেস্তোরাঁ ব্যবসায়ীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। তিনি বলেন, ‘নিহতের স্ত্রী আমেনা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে ইমো অ্যাপে ভিডিও কলে কথা বলার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।’ 

স্থানীয় লোকজন জানান, আমেনা বেগম রান্নাঘর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক নাঈম ও তাঁর স্ত্রী আমেনা বেগম। গতকাল সকালে তাঁরা ঝগড়ায় লিপ্ত হন। আমেনা রাজধানীর গুলশানের একটি বাসায় রান্নার কাজ করেন। স্ত্রী কর্মস্থলে চলে গেলে গতকাল রাতে নাঈম ইমো অ্যাপে লাইভে এসে রেস্তোরাঁর আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

নাঈমের স্ত্রী আমেনা বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে আমার স্বামী নিজেই ইমোতে ভিডিও কলে এসে ফাঁসির দৃশ্য দেখান। তাৎক্ষণিক আমি কল কেটে দিয়ে স্থানীয়দের বিষয়টি মোবাইল ফোনে জানাই। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামীর লাশ রেস্তোরাঁর আড়ার সঙ্গে ঝুলতে দেখেন।’ 

ওসি কামাল হোসেন জানান, ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করে। পরে লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র