হোম > সারা দেশ > ময়মনসিংহ

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কাসেমকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার সকালে ঢাকার আজমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয়ের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়। তিনি বলেন, ‘আবুল কাসেম উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ফতেনগর (আউজহাটি) গ্রামের শামসুল হকের ছেলে। জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচা মোস্তফা কামালকে ১৯৯৯ সালের ১১ অক্টোবর কুপিয়ে হত্যা করেন আবুল কাসেম ও নুর মোহাম্মদ।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত মোস্তফার পরিবার হত্যা মামলা করে। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আবুল কাসেম ও নুর মোহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন কাসেম। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আবুল কাসেমের অবস্থান নিশ্চিত হয় র‍্যাব। পরে ঢাকার আজমপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে কাসেমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন