হোম > সারা দেশ > ময়মনসিংহ

মসজিদে নামাজ পড়ানোর অনুমতি পেলেন সেই ইমাম

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জামে মসজিদের ইমাম রুহুল আমিনকে মসজিদে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। আজ বুধবার ওই মসজিদে তিনি জোহরের নামাজ পড়িয়েছেন। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) ও মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জুলফিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জুলফিকার বলেন, ‘ইমাম সাহেবের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। পরে ইমাম সাহেব আমাদের কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেওয়ায় তাঁকে মসজিদে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।’

ওই মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন বলেন, ‘আমাকে আজ জোহরের নামাজ থেকে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।’

গত রোববার রাতে তারাবিহ নামাজ শেষে মোনাজাতে ঘুষ-দুর্নীতি নিয়ে দোয়া করেন মসজিদের ইমাম রুহুল আমিন। তাতে ক্ষুব্ধ হয়ে প্রায়ই তিনি রাষ্ট্র ও সরকারবিরোধী বক্তব্য দেন এই অভিযোগ তুলে তাঁকে ইমামতি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে আজকের পত্রিকায় খবর প্রকাশের পর কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও মসজিদ কর্তৃপক্ষ আজ তাঁকে নামাজ পড়ানোর অনুমতি দেয়।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র