হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিশ্ববিদ্যালয়ের মান রক্ষার দায়িত্ব প্রত্যেকের: জাককানইবি উপাচার্য

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য ড. সৌমিত্র শেখর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয়টির মান রক্ষা করা, ভাবমূর্তি রক্ষা করার দায়িত্বটা আমাদের প্রত্যেকের। তাতে শিক্ষার্থীদের লাভ হবে। কেননা, ভাবমূর্তির ওপর অনেক কিছু নির্ভর করে। যে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বাইরে ভালো, সেখান থেকে পাস করা যেকোনো শিক্ষার্থীর আলাদা একটা কদর থাকে।’

ময়মনসিংহের ত্রিশালে বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে উপাচার্য এসব কথা বলেন। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে কেক কেটে বর্ষপূর্তির অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপাচার্য।

উপাচার্য আরও বলেন, ‘৫০টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি প্রতিযোগিতা আছে। এই প্রতিযোগিতায় নজরুল বিশ্ববিদ্যালয়কে ভাবমূর্তির দিক থেকে, শিক্ষার দিক থেকে, শৃঙ্খলার দিক থেকে আমরা ওপরের দিকে নিয়ে যেতে চাই। যদি ওপরে নিতে পারা যায়, তাহলে যখন বাইরে আমাদের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় লিপ্ত হবে, তখন তারা একটা সম্মান ও মর্যাদা পাবে। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়টিকে উঁচু জায়গায়, প্রথম সারির দিকে নিয়ে যেতে চাই।’

সমাবেশে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. রিয়াজুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র