হোম > সারা দেশ > ময়মনসিংহ

১৬টি স্কুলে প্রধান শিক্ষক নেই, সার্বিক কার্যক্রম ব্যাহত

প্রতিনিধি

ফুলপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। আর এতে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

উপজেলা প্রাথমিক অফিস ও বিভিন্ন বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর ১১৯টি বিদ্যালয়ের মধ্যে ১৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় শিক্ষকদের মধ্যে দলাদলি ও কোন্দল লেগে থাকে। তা ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে বিদ্যালয় কমিটির সঙ্গে শিক্ষকদেরও মনোমালিন্য ও রেষারেষি হয়। ভারপ্রাপ্ত এসব শিক্ষকের নির্দেশ অনেক সময় সহকারী শিক্ষকেরা পুরোপুরি পালন করেন না। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, সহকারী থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় অনেক শিক্ষক অখুশি। তারা অনেক নির্দেশ মানতে চান না। ফলে বিদ্যালয় পরিচালনায় সমস্যা দেখা দেয়। 

ফুলপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কবীর দিদার জানান, একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ের সার্বিক দেখাশোনার পাশাপাশি নানা প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হয়। তাকে নিয়মিত ঊর্ধ্বতন অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। ফলে শিক্ষক সংকটে পড়ে ওই সব বিদ্যালয়। 

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরা তাদের দায়িত্বটুকু পুরোপুরি পালন করেন না। আবার সহকারী শিক্ষকেরাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মানতে অস্বস্তিবোধ করেন। তিনি আরও জানান, আসলে ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকাটাই প্রধান সমস্যা। 
ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহী দিলসাদ এলীন বলেন, উপজেলায় যে শূন্যপদগুলো রয়েছে, সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। 

ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল হক জানান, প্রধান শিক্ষকের যে পদগুলো খালি রয়েছে–এর মধ্যে শতকরা ৬৫ শতাংশ সহকারী শিক্ষক থেকে পদোন্নতি দিয়ে পূরণ করা হবে। আর বাকি ৩৫ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। আপাতত ভারপ্রাপ্ত দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চলছে।

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ